নবকণ্ঠ ডেস্ক:
শেখ রাসেল বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালোবাসার নাম। নরসিংদীতে বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী মুখ্য অঞ্চলের পক্ষ থেকে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।
১৮ অক্টোবর মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জয় বাংলা চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক এই শ্লোগানে বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী মুখ্য অঞ্চলের ডিজিএম প্রবীর কুমার দাস এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সংবাদটি সর্বমোট 382 বার পড়া হয়েছে