নিজস্ব প্রতিবেদক:
গতকাল শুক্রবার সকাল ১০টায় নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরে মহর আলী খন্দকার মেমোরিয়াল স্কুল এর শুভ উদ্বোধন, সংবর্ধনা ও সাংস্কৃতি অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ খান পিন্টু’র সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আনিসুজ্জামান ভূইয়া, এনডিসি, পিএসসি। প্রধান আলোচ্য হিসেবে উপস্থিত ছিলেন মিসেস আনিসুজ্জামান ভূইয়া।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহর আলী খন্দকার মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খন্দকার। উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর উপ-পরিচালক প্রশাসন (বিভাগ) আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূইয়া, শেরেই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোঃ নুরু নবী ভূইয়া শ্যামল, নবীনগর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ শামীম আহমেদ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসনাত মাহমুদ, রায়পুরা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ খলিলুর রহমান সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, বদরপুর এসইএসডিপি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ভূইয়া, নরসিংদী সদর বিএফএ সভাপতি মোঃ শাহাদাত হোসেন খান, বদরপুর শহীদ মহি উদ্দিন ভূইয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফয়েজ উদ্দিন ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক বাদুয়ারচর মোঃ জামাল উদ্দিন জামান, স¤্রাট এন্ড রাজ এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর সাইফুল ইসলাম মেম্বার, দৈনিক নরসিংদী নবকন্ঠ এর প্রকাশক ও সম্পাদক মোঃ কামাল হোসেন ভূইয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। এসময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিঃ হোসেন মামুন, আলতাফ হোসেন খন্দকার, সাদেকুর রহমান মেম্বার, আল-আমিন মেম্বার, আলামিন মিয়া, জুয়েল মিয়া, মাকমুদা মেম্বার, আঙ্গুর মেম্বার (প্রমুখ)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বদরপুর এসইএসডিপি মডেল হাই স্কুল এর সহকারী শিক্ষক ও মহর আলী খন্দকার, মেমোরিয়াল স্কুলের স্কাউট শিক্ষক তারেকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রথমে অতিথিদের ফুল দিলে বরণ ও উত্তরিয় পরিধান ও আলোচনা শেষে কেস্ট উপহার। ২য় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবাদটি সর্বমোট 264 বার পড়া হয়েছে