নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
গতকাল (১৬ মার্চ) শনিবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটের একটি অংশে আগুনে পুড়েছে প্রায় ২৪টি দোকান এতে ৩২ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী, পলাশ, মাধবদী ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
আজ (১৭ মার্চ) রবিবার সকালে এ আগুনের উৎস অনুসন্ধান, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এবং সুপারিশ প্রণয়নে একটি তদন্ত কমিটি গঠন করেছে নরসিংদী জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজস্ট্রেট চিত্রা শিকারীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, ফায়ার সার্ভিস, নরসিংদীর উপসহকারী পরিচালক শিমুল মোঃ রফি, পিএফএম, শেখেরচর-বাবুরহাট বাজার বণিক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন। কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানা গেছে।
উল্লেখ্য, মাত্র সাড়ে ৪ মাস আগে বিগত বছরের ২৯ অক্টোবর শেখেরচর-বাবুরহাটে এ যাবৎকালের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। সে ঘটানায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুরানো সেই ক্ষত শুকাতে না শুকাতেই শেখেরচর-বাবুরহাটে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।
–শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 150 বার পড়া হয়েছে