নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরিকৃত আংশিক মালামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
এর আগে বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এর গাছা থানার দক্ষিন খাইলকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামান নড়াইল জেলার কালিয়া থানার হাড়িভাঙ্গা এলাকার মোঃ শামসুর রহমানের ছেলে। বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন এর গাছা থানার দক্ষিন খাইলকুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর সকালে বেলাব থানার বারৈচা বাজারের জনতা সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় তিনটি দোকানে চুরি হয়। এসময় দুটি সেলাই মেশিন, ১১০ জোড়া ব্র্যান্ডের জুতা এবং বিভিন্ন পরিধেয় বস্ত্র ও নগদ ৫০ হাজার টাকাসহ মোট ১২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়।
এই ঘটনায় দোকানের কর্মচারী মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামানকে আসামী করে বেলাব থানায় মামলা হয়। পরে পুলিশ মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে তার দখল থেকে দুই লাখ ৮৭ হাজার টাকার মালামাল উদ্ধার করে। সূত্র: নরিসংদী টাইমস
সংবাদটি সর্বমোট 138 বার পড়া হয়েছে