ভারতে একদিনে ৫৫ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ

অনলাইন ডেস্ক:

ভারতে ঝড়ের গতিতে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। এক লাফে ৫৫ শতাংশ বেড়েছে দেশটির সংক্রমণ। মঙ্গলবার ভারতে দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ২১ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় বেড়েছে প্রায় ৪ গুণ।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছিলো ১২৪। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে। এজন্য সপ্তাহে দুদিন শনি ও রবিবার দিল্লিতে কারফিউ জারি করা হয়েছে।

ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.০১ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ হাজার ৩৮৯ জন মানুষ সুস্থ হয়েছে। দেশটিতে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৮০৩ জন।

এদিকে টিকা প্রদান ক্রমাগতভাবে বাড়ছে ভারতে। বর্তমানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া চলছে। দেশটিতে ইতোমধ্যে ১৪৭ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

সংবাদটি সর্বমোট 213 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *