অনলাইন ডেস্ক:
পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, ৭০ শতাংশের উপরে ভোট পড়ার আশা করছি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরো ভালো হবে। এই ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।
ছয়জনের মৃত্যুর ঘটনা নিয়ে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবে। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান সচিব।
এদিকে দেশে নির্বাচনী সহিংসতায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ধাপে দেশের ৭০৮টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। ৭০৮টি ইউনিয়নের মধ্যে ৪০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হয়েছে।
চাঁদপুরে দুই মৃত্যু : দুপুরে কচুয়ার উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংর্ঘষে একজন ছুরিকাহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহত শরীফ হোসেনকে (৩০) ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ ছাড়া, জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের দুর্গমচরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে ধারালো অস্ত্রের আঘাতে একজন মারা যান। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
গাইবান্ধায় যুবক নিহত : গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে ধারলো অস্ত্রের আঘাতে আবু তাহের নামে এক যুবক নিহত নিহত হয়েছেন। বুধবার ভোট চলাকালে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে নিহত এক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অংকুর দত্ত (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দুপুর ১২টায় সেখানে তার মৃত্যু হয়। নিহত অংকুর দত্ত সিংহরা গ্রামের নেপাল দত্তের ছেলে।
মানিকগঞ্জে নারীর মৃত্যু : মানিকগঞ্জের দৌলতপুরে এক ভোটকেন্দ্রের পাশে দুই মেম্বার সমর্থকদের সংঘর্ষের মাঝে পড়ে সমেলা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। নিহত সমেলা ওই এলাকার মাহাতাবের স্ত্রী।
বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলার একটি কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে জাকির হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রামেশ্বরপুর জাইগুনি গ্রামে দুপুরে এ সংঘর্ষ হয়। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 285 বার পড়া হয়েছে