মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
গতকাল সোমবার (১১ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৩ ও ৫নং ওয়ার্ডের নয়াপাড়া, পশ্চিম ডোমনমাড়াস্থ উবাপুরী বিল এলাকা থেকে অবৈধভাবে প্রভাব খাটিয়ে মাটি কাটার অপরাধে জনৈক ব্যক্তিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
আজ (১২ মার্চ) মঙ্গলবার মনোহরদী উপজেলার রায়েরপাড়ায় ফসলি জমির মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী এর রফিকুল নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উভয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর জানান, অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে ১০ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়। মনোহরদী উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও আবাদি জমির উর্বর মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

-শান্ত বণিক/নবকণ্ঠ

সংবাদটি সর্বমোট 231 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *