মনোহরদীর কৃষ্ণপুরে ইভটিজিংয়ের দায়ে বখাটের অর্থদণ্ড 

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে আজ মঙ্গলবার ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
মো. রুবেল মিয়া নামে এক বখাটেকে ইভটিজিং এর অপরাধে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৬০ এর আলোকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়াও ভবিষ্যতে এমন অপরাধ করবেন না মর্মে ইভটিজার অঙ্গীকার করে। ভবিষ্যতে তার দ্বারা এরূপ অপরাধ সংঘটিত হলে অধিকতর কঠিন দণ্ড প্রদান করা হবে বলে তাকে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই. আঃ ছাত্তার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.বি.এম মাহাবুবুর রহমান, ইউপি সদস্য মো. মোর্শেদ আলম।
এ সময় উল্লিখিত অপরাধসমূহ ভবিষ্যতে যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অনুরোধ জানানো হয়। ইভটিজিংসহ নানাবিধ সামাজিক ব্যাধি প্রতিরোধে এরূপ সমন্বিত কর্মতৎপরতা অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।
-শান্ত বণিক/নবকণ্ঠ 

সংবাদটি সর্বমোট 536 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *