নাজিম উদ্দিন, রায়পুরা থেকে:
রায়পুরা রাজ কিশোর রাধা মোহন স্কুল এন্ড কলেজের সকল ছাত্র ছাত্রীর মাঝে খলিল ও আতিকুর রহমান সবুজ এর উদ্যেগে বৃক্ষ রোপণ এবং বিতরণ করা হয়।
গাছ লাগান পরিবেশ বাচান এই হউক আমাদের প্রাণের স্লোগান। এখন বর্ষকাল, জুন জুলাই মাসে গাছ লাগানোর৷ উপযুক্ত সময়। যে হারে বৃক্ষ নিধন চলছে সে হারে বৃক্ষ রোপন হয় না। গাছ আমাদের অতি মূল্যবান সম্পদ। সুতরাং আমাদের পরিবেশ আমাদের কে ই রক্ষা করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে খলিল এবং আতিকুর রহমান সবুজ এর উদ্যোগে রায়পুরা উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও রাস্তার পাশে ৪০০০ বৃক্ষরোপন ও বিতরন পরিকল্পনা গ্রহন করেন। গত ১৬-০৬-২০২৩ ইং তারিখে তাত্তাকান্দা ক্রেন্দীয় ইদ গা মাঠ থেকে বৃক্ষ রোপন সূচনা করা হয় এবং দ্বিতীয় দফায় রাজ কিশোর রাধা মোহন স্কুল এন্ড কলেজের সকল ছাত্র ছাত্রীর মাঝে কাঠান,আতাফল, আমড়া, পেয়ারা, কৃষ্ণচূড়া এবং বকুল গাছ বিতরন এবং রোপন করে থাকেন। এই সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক ফকির সহ অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আরো উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সভাপতি, রাতুল চৌধুরী।
সংবাদটি সর্বমোট 374 বার পড়া হয়েছে