মাজেদুল ইসলাম, রায়পুরা থেকে:
নরসিংদীর রায়পুরা উপজেলার আল-ফারুক গার্লস দাখিল মাদ্রাসার ১১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক এবং রায়পুরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ডাঃ অছিউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী, ট্রেড ইউনিয়ন বিশেষজ্ঞ, উত্তর আমেরিকা মোঃ সোহরাব হোসেন খোকন। ক্রীড়ানুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট আলহাজ্ব মাওলানা আসাদুজ্জামান ভূইয়া এবং সহকারি সুপারিনটেনডেন্ট মোঃ আবু নাছের। এতে পৃষ্ঠপোষকতা প্রদান করেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য ডাঃ মোঃ মোগল হোসেন ও দিগন্ত ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হাজী মোঃ গোলাপ মিয়া। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রধান প্রকৌশলী এ.কে.এম হাবিবুর রহমান, আই.জি.ই.ডি ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট এর ইঞ্জিনিয়ার মোঃ শামসুল হক, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মনসুরুল হক (স্বপন) প্রমুখ। ধারা বর্ণনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ মোবারক হোসেন কবির ও মোঃ আফতাব আহম্মেদ। ক্রীড়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রতিযোগীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে শেষে নির্ধারিত বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। পরে বিজয়ী ক্রীড়াবিদদের মধ্যে প্রতিষ্ঠানের অন্যতম সদস্য ডাঃ জিয়ারত হোসেন খান (মাখন) এর সৌজন্যে প্রাপ্ত পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদটি সর্বমোট 221 বার পড়া হয়েছে