রায়পুরার বাহেরচর মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত অপ্রতুলতার কারণে শিক্ষার প্রসার ঘটছে না

মাজেদুল ইসলাম, রায়পুরা থেকে:
দ্বীনি শিক্ষার বিস্তার ও প্রসারকল্পে ২০১৬খ্রিস্টাব্দে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের কোলাহলমুক্ত ও নান্দনিক পরিবেশে অবস্থিত বাহেরচর গ্রামের সুপরিসর মাঠে এতদাঞ্চলের শিক্ষিত ও দানশীল ব্যক্তিদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় ‘বাহেরচর আল আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’। মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের ১১৪শতাংশ জমির মধ‍্যে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১২শতাংশ জমি ছাড়াও ১২ শতাংশ জমিতে একটি জামে মসজিদ, ৪০শতাংশ জমিতে একটি ঈদগাহ্ মাঠ এবং ৫০শতাংশ জমির উপর একটি কবরস্থান রয়েছে। সুপরিসর জায়গায় মাটি ভরাট করত: ২০১৬সনে টিনশেড ঘর নির্মাণ করে অত্র মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত। তন্মধ্যে নূরানী বিভাগে ৪০জন, নাজারা বিভাগে ২৫জন, হেফজ্ বিভাগে ২০জন এবং মক্তব শাখায় ২০জন ছাত্র রয়েছে। এদের মধ্যে এতিম ছাত্র রয়েছে ২০জন। শিক্ষক রয়েছেন ৫জন। কিন্তু ৩কক্ষ বিশিষ্ট দু’চালা টিনের ঘরের এ প্রতিষ্ঠানটিতে শিক্ষকদের থাকা-বসার সুব‍্যবস্থা নেই। ১৫সদস্য বিশিষ্ট মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পদে রয়েছেন হাজি মুজিবর রহমান ফরাজী এবং সেক্রেটারী পদে আলতাফ হোসেন ফরাজী। এলাকাবাসীর সার্বিক সহায়তায় এযাবতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হয়ে আসছে। তবে প্রতি বছর ছাত্র সংখ‍্যা বৃদ্ধি পাওয়ায় শ্রেণিকক্ষে ছাত্র সংকুলান দূরূহ ব‍্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঘনবসতিপূর্ণ বাহেরচর গ্রামের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভৌতিক অবকাঠামোগত স্বল্পতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও হেফ্জ বিভাগের পরবর্তী ক্লাশসমূহ চালু করা সম্ভবপর হচ্ছে না। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার মানোন্নয়ন ও প্রসারকল্পে মাদ্রাসা কমপ্লেক্সে প্রয়োজন মোতাবেক একটি বিল্ডিং নির্মাণের প্রয়োজনীয়তা অত‍্যাবশ‍্যক। সংগত কারণে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সরকার তথা স্থানীয় প্রশাসন ও দেশ-বিদেশের বিত্তবান দানশীল ব্যক্তিবর্গের নিকট আর্থিক অনুদানের আকুল আবেদন জানানো হয়েছে। যোগাযোগ-আলতাফ হোসেন ফরাজী, সেক্রেটারি, অত্র মাদ্রাসা কমিটি। মোবাইল 01715-911915 (বিকাশ)।

সংবাদটি সর্বমোট 142 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *