রায়পুরার রহমতগঞ্জ (রাধাগঞ্জ বাজার) পুনঃনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদ ভবন এর উদ্বোধন

ইলমী তাবাসসুম:

বহুল প্রত্যাশিত নরসিংদীর রায়পুরা উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী রহমতগঞ্জ (রাধাগঞ্জ বাজার) কেন্দ্রীয় জামে মসজিদের পুণঃনির্মিত পাঁচ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে।

এতদুপলক্ষে শনিবার বাদ জোহর মসজিদ কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সফল মন্ত্রী ও রায়পুরার সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ রাজিউদ্দিন আহমেদ রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃনির্মিত মসজিদ ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এ.কে.এম ফখরুল আলম আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সালাহউদ্দিন আহমেদ বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক শহীদুল্লাহ মুন্সি, রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস আলী ভূঁইয়া, মসজিদ কমিটির সহ-সভাপতি আলী রেজাউর রহমান রিপন, আদিয়াবাদ, মির্জানগর, চরসুবুদ্ধি, মরজাল, অলিপুরা, রাধানগর ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান যথাক্রমে হাজী মো. সেলিম, হাজী বশির উদ্দিন সরকার রিপন, হাজী মো. নাসির উদ্দিন, মো. আতাউর রহমান, আল আমিন ভূইয়া মাসুদ, খোরশেদ আলম তপন, নিয়াজ মোর্শেদ খান রাসেল, রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির সরকার, মসজিদ কমিটির সদস্য মো. খোরশেদ আলম, মো. জাহাঙ্গীর কবির ভূঁইয়া, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল ছাত্তার মিয়া, আদিয়াবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু রায়হান সরকার, রাধাগঞ্জ বাজার কমিটির সেক্রেটারী মো. বাদল মিয়া প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদের মুহতামিম মাওলানা মো.আব্দুল মজিদ। উল্লেখ্য, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পুনঃনির্মিত অত্যাধুনিক এ কেন্দ্রীয় জামে মসজিদে একসাথে প্রায় ১৭’শ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে। প্রকাশ, গত বছরের ৭ জানুয়ারি মসজিদ ভবনের পুণঃনির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। বলা বাহুল্য, এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিল্পপতি, প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, চাকুরিজীবী ও সমাজের বিভিন্ন স্তরের বিত্তবানদের আর্থিক সহায়তায় উক্ত মসজিদ ভবনের পুনঃনির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়। অনুষ্ঠানে এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

সংবাদটি সর্বমোট 183 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *