শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

নবকণ্ঠ ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতেও শেখ হাসিনা সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। নতুন করে এ নিয়ে তর্কের সুযোগ নেই। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নতুন কমিশন গঠন করতে হবে। ফলে এই সময়ের মধ্যে নতুন করে আইন, সেই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার কোনো সুযোগ নেই। ফলে সার্চ কমিটির মাধ্যমেই আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে।এরপর পরবর্তী সময়ে আইন করা হবে। এর আগেও সার্চ কমিটি গঠন করা হয়েছিল। তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দল থেকে অভিমত নিয়েছিলেন। সব রাজনৈতিক দল রাজি হওয়ার পরই তখন সার্চ কমিটির গেজেট হয়।

আইনমন্ত্রী বলেন, সার্চ কমিটির গেজেট আইন নয়, কিন্তু এটি যেহেতু সবার কনসেন্স নিয়ে করা হয় ও রাষ্ট্রপতির সিদ্ধান্তে হয়েছিল, তাই সেটি কিন্তু আইনের কাছাকাছি। আমি এখনো বলছি, এটি আইন নয়; আইনের কাছাকাছি। ইসি গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে আছে, তা আমাদের মানতে হবে। এ আইনটি করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। তথ্যসূত্র: ইত্তেফাক

সংবাদটি সর্বমোট 198 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *