সংবাদদাতা:
চায়ের দেশ নামে খ্যাত সিলেট পটভূমিতে হঠাৎ করে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে প্রায় কয়েকহাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়ে। থমকে যায় জীবনমান। প্রাণ হারায় বহু মানুষ। ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে সাহায্যে হাত বাড়িয়ে দিতে ত্রাণ সামগ্রী নিয়ে ৫ জুলাই মঙ্গলবার অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন সু-খায়ুর পক্ষ থেকে সিলেট, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ও মানিক দা গ্রামের বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন সুখায়ুর চেয়ারম্যান, মাধবদী জনকল্যাণ সংস্থার সভাপতি ও মোক্তাদিন ডাইং এর এম ডি আলহাজ্ব জাকির হোসেন ভুইয়ার নেতৃত্বে সুখায়ুর সদস্যরা। সুনামগঞ্জ জেলার কয়েকটি গ্রামের দুস্থ বন্যার্ত পরিবারের মাঝে ১হাজার টাকা করে মোট ৪ শত পরিবারের মাঝে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। এমময় উপস্হিত ছিলেন সু্খায়ুর সাধারন সম্পাদক আ.ফ.ম সাইদ হাসান কাজল, প্রেসিডিয়াম সদস্য ভিপি মনির, সহ সভাপতি আপেল চৌধুরী, সদস্য আঃ সাত্তার মাদবর আলী, আনোযার মোল্লা। টাকা বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সুখায়ুর সদস্য বাচ্ছু মিয়া, ফারুক মিয়া, আলমগীর, গোপাল পাল সহ অন্যান্যরা।
সংবাদটি সর্বমোট 156 বার পড়া হয়েছে