হাসপাতালে আরো ৭২ ডেঙ্গু রোগী

নবকণ্ঠ ডেস্ক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৭২জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ৭০জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫১৭জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ২০১জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৫৮৬জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

সংবাদটি সর্বমোট 192 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *