নবকণ্ঠ ডেস্ক:
আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন রোগির মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৪ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগি চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২৯৯ জন ডেঙ্গু রোগি ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৬ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৭ হাজার ৮০২ জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগি ২০ হাজার ৬৩ জন ,ঢাকার বাইরে ৭ হাজার ৭৩৯ জন।
অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগি ছিল ২৪ হাজার ৩৯২ জন। এর মধ্যে ঢাকায় মোট ১৭ হাজার ৭৫৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৬ হাজার ৬৩৮ জন। সূত্র: বাসস
সংবাদটি সর্বমোট 151 বার পড়া হয়েছে