২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

নবকণ্ঠ ডেস্ক:

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৬৬ জনের মৃত্যু হয়েছে।

আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগী ২৬৫ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ১৪৪ জন এবং ঢাকার বাইরে ১২১ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১,১৮১ জন এবং ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ভর্তি রোগী ৬৯৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৪৮৪ জন।
১ জানুয়ারী থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগী ৬০ হাজার ৭৮ জন এবং ঢাকায় মোট ভর্তি রোগী ৩৮ হাজার জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ২২ হাজার ৭৮ জন।
এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৫৮ হাজার ৬৩১ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ১৩৯ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৪৯২ জন। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 151 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *