নরসিংদীতে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় নরসিংদী সদর উপজেলায় সম্পন্ন হলো বালকদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে প্রতিযোগিতাটি মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর পক্ষে উপপরিচালক, স্থানীয় সরকার, নরসিংদী মৌসুমী সরকার রাখী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও ব্যক্তিগত মেডেল প্রদান করেন। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ।
বিভিন্ন বিদ্যালয়ের বাছাইকৃত অনূর্ধ্ব-১৬ বছরের বালকদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।

সংবাদটি সর্বমোট 149 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *