নবকণ্ঠ ডেস্ক:
দেশে একদিনে করোনায় নারীর ৪ গুণ মৃত্যু হয়েছে পুরুষের। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ। সূত্র: ইত্তেফাক
সংবাদটি সর্বমোট 183 বার পড়া হয়েছে