প্লেয়ার অব দ্য মান্থ, এখনও বুঝতে পারছি না জিনিসটা আসলে কী : নাসুম

অনলাইন ডেস্ক:

সেপ্টেম্বর মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ।সাথে আরো মনোনয়ন পেয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচান ও যুক্তরাষ্ট্রের ব্যাটার জাসকারান মালহোত্রা। তিনজের মাঝে নাসুমই এগিয়ে। কিন্তু এই স্পিনার ঠিক বুঝে উঠতে পারছেন না ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারটা আসলে কী! বিষয়টি নিয়ে মুশফিকুর রহিমসহ সতীর্থদের সঙ্গে কথা বললেও তার মনে ধোঁয়াশা থেকে গেছে।

বিসিবির পাঠানো ভিডিওবার্তায় নাসুম আহমেদ বলেন, ‘আসলে বিষয়টা আমিও জানতাম না। কাল যখন হোটেলে গেলাম অনুশীলনের পর তখন জানলাম। আসলে বিষয়টা বুঝিওনি যে জিনিসটা কী। এটা নিয়ে অনেকের সাথেই কথা বলেছি। মুশফিক ভাইয়ের সাথে এটা নিয়ে একটু বেশি কথা বলেছি। উনি বলল যে, ‘তোকে নমিনেট করা হয়েছে। এখন সবাই ভোট দেবে। তুই সবার আগে থাকলে তোকে প্লেয়ার অব দ্য মান্থ মনোনীত করবে।’

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে চলতি বছরের মে মাসে তিনি এই পুরস্কার জিতে নেন। মুশফিকের আশ্বাসের পরও নাসুমের মনে এই পুরস্কার নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে, ‘সত্যি কথা বলতে আমি এখনও বুঝে উঠতে পারছি না যে জিনিসটা কী। এটা হয়তো অনেক সম্মানের একটা বিষয়। আলহামদুলিল্লাহ। শেষ সিরিজগুলোতে ভালো খেলেছি। সেই ভালো খেলার পুরস্কার হয়তো পাব। খুব ভালো লাগছে।’ তথ্যসূত্র: কালের কণ্ঠ

সংবাদটি সর্বমোট 216 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *