নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জেলা পুলিশের কার্যক্রম পর্ববেক্ষণ এবং নজরদারী বৃদ্ধির করতে বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে নরসিংদীর ট্রাফিক বিভাগ ও থানা পর্যায়ে কমর্রত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের জেলখানার মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: জায়েদ শাহরিয়ার, ট্রাফিক ইন্সপেক্টর শাখাওয়াত আলমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নরসিংদী জেলার মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারী করা হবে। এতে পুলিশের কাজের স্পষ্টতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
সংবাদটি সর্বমোট 188 বার পড়া হয়েছে