মাজেদুল ইসলাম :
উপমহাদেশের প্রখ্যাত আলেম, অলিয়ে কামেল, ফুরফুরা শরীফ পীর কেবলা গাউছুল আজম,”শাহ্সূফী হযরত মাওলানা মোঃ আবু বকর ছিদ্দিক”(রহমতুল্লাহ আলাইহি) এর সুযোগ্য খলিফা পীরে কামেল হযরত শাহ্সূফী দেওয়ান ক্বারী মোঃ আঃ কাদের চিশতী (রঃ) এর সুযোগ্য খলিফা হাফেজ মোঃ তাজুল ইসলাম (রঃ) তদীয় আশেকীন ও জাকেরীনদের উদ্যোগে নরসিংদীর রায়পুরা উপজেলার মেজেরকান্দীস্থ খানকায়ে চিশতীয়া দরবার শরীফে রবিবার রাতব্যাপী প্রথম বার্ষিক ইছালে ছওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবার শরীফের অন্যতম খাদেম মো. ইসমাইল মিয়া। মাহ্ফিলের সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন খানকাহ্ শরীফের বিশিষ্ট খাদেম বীর মুক্তিযোদ্ধা হাজী খন্দকার সদর উদ্দিন মাস্টার। শনিবার সকাল থেকে খতমে কোরআন শরীফ ও রাতে খতমে তাহলীল পড়ানো হয়। বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইলমে তাছাউফ ও তরিকত সম্বন্ধে ওয়াজ ফরমান। এতে অসংখ্য ভক্ত-আশেকান শরীক হন। সকালে ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।
সংবাদটি সর্বমোট 259 বার পড়া হয়েছে