১১ দফা দাবিতে নরসিংদীতে শিক্ষক সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে নরসিংদীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জেলা শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ র‌্যালীসহ জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী এর নিকট প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে মুজিব বর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদের পূর্বেই সরকারী শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিওভূক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালুকরণ, এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বদলী প্রথা চালু করাসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।

এর আগে মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা। কেন্দ্রীয় শিক্ষক নেতা হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলার সাধারণ সম্পাদক মো: অহিদুজ্জামান, কেন্দ্রীয় নেতা রঞ্জিত দেবনাথ, আজহারুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক হলধর দাস প্রমুখ। সূত্র: নরসিংদী টাইমস

সংবাদটি সর্বমোট 189 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *