অরবিন্দ রায়:
নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা অাফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট আবু নঈম মোহাম্মদ মারুফ খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, পলাশ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল গাজী। অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করা প্রয়োজন। অভিভাবকরা তাদের সন্তানের সুষম খাদ্য দিবেন। আপনার সন্তান যেন মাদক সেবন না করতে পারে সে দিকে নজর রাখবেন।
এ সময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার, নারী স্বাস্থ্য সুরক্ষা কর্নার, সততা ষ্টোর, বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ,অভিভাবক ও শিক্ষার্থীরা। গালর্স গাইড, স্কাউট সদস্যরা প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করেন। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য, গান পরিবেশন করে অভিভাবক সমাবেশ কে মনোমুগ্ধকর করে তুলে।
সংবাদটি সর্বমোট 324 বার পড়া হয়েছে