নবকণ্ঠ ডেস্ক:
গত ২ এপ্রিল ২০২২, ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস, নরসিংদী এর আয়োজনে এবং পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি এর সার্বিক সহযোগিতায় গত বৃহস্পতিবার রায়পুরা উপজেলার রায়পুরা প্রতিবন্ধি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু এর সভাপতিত্বে উক্ত বিদ্যালয়ের ৩০জন বালক এবং বালিকাদের নিয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। বালক বালিকাদের পৃথক তিনটি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় ভিত্তিতে পুরস্কার দেয়া হয় এছাড়াও সকলকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।
সংবাদটি সর্বমোট 277 বার পড়া হয়েছে