মরজালে ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরার মরজালে ব্যাটারি উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মরজাল এলাকার এশিয়া বিডি লিমিটেড নামক ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ ০১টি মামলায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

পরিবেশের ছাড়পত্র, ইটিপি, এটিপি, সুরক্ষা সামগ্রী না থাকা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটিকে দন্ডিত করা হয়। জেলা প্রশাসন নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম হাসানুর রহমান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে সহায়তা করেন নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় ও জেলা পুলিশ।

সংবাদটি সর্বমোট 192 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *