অজ্ঞান পার্টির খপ্পরে তিন পরিবার, ১১ জন হাসপাতালে

নবকণ্ঠ ডেস্ক:

বরগুনার উত্তর খেকুয়ানী গ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খলিফা বাড়ির ৩ পরিবারের নারী-পুরুষসহ ১১ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাতের খাবারের সাথে চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা। সেই খাবার খেয়ে আয়জুদ্দিন খলিফা, ফজলু খলিফা ও আলতাফ হোসেন খলিফা বাড়ির ১১ জনকে অচেতন হয়ে পড়েন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত ১১ জন হলেন আয়জদ্দিন খলিফা ও তার স্ত্রী ফাতেমা বেগম, আলতাফ হোসেন খলিফা, তার স্ত্রী শেফালী বেগম, মেয়ে কল্পনা বেগম, জামাতা সুজন, নাতি ইমরান, সানজিনা এবং ফজলু খলিফা ও তার স্ত্রী মাজেদা বেগম।

ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী চাচাতো ভাই আবুল বাশার, ফজলু খলিফা ও আলতাফ হোসেন দেখেন ঘরের মধ্যে একেক জন একেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে রাতেই তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।

আয়জদ্দিন খলিফার ছেলে মো. খলিল খলিফা বলেন, সে রাতে আমি বাড়িতে ছিলাম না। রাতে ঘটনা শুনে প্রতিবেশীদের সহযোগিতায় আমার বৃদ্ধ বাবা-মাসহ অন্যদের আমতলী হাসপাতালে ভর্তি করেছি। অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে কি পরিমাণ জিনিসপত্র নিয়েছে তা বলতে পারছি না।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন বিশ্বাস বলেন, খাবারের সাথে চেতনানাশক ওষুধ স্প্রে করে সকলকে অচেতন করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। চেতনানাশক ওষুধের কার্যকারিতা কমে আসলেই তাদের জ্ঞান ফিরে আসবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের জ্ঞান ফিরলে বিস্তারিত যেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: কালের কণ্ঠ

সংবাদটি সর্বমোট 291 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *