রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদীর রায়পুরায় সিলেট মেইল ট্রেনের নিচে কাটা পড়ে আমেনা বেগম (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার দৌলতকান্দি রেলস্টেশনের পূর্ব পাশে সূর্যের মোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা সিলেট মেইল ট্রেনটি দৌলতকান্দির সূর্যের মোর এলাকায় পৌঁছলে এক নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে স্টেশন মাষ্টার কে খবর দেয়। নিহত ওই নারী দৌলতকান্দি গ্রামের কাসেম মিস্ত্রির ছেলে তোফাজ্জল হোসেনের স্ত্রী আমেনা বেগম বলে শনাক্ত করেন স্থানীয়রা। তার সংসারে দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। স্বামীর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় সনাক্ত করেন।

জানা যায়, আমেনা কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের আটপাশা গ্রামের আব্দুল করিম মিয়ার মেয়ে। তিন বছর পূর্বে পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিবাহিত জীবনে স্বামী শশুর বাড়ির লোকজনের সাথে কলহ লেগেই থাকতো।

নিহতের বাবা আব্দুল করিম জানান, পরিবারের লোকজন প্রায়ই যৌতুকের জন্য চাপ দিয়ে নানান নির্যাতনের কথা প্রায়ই বলে আসছিলো আমেনা। তারা মেয়ের মাধ্যমে আমাকে গরু কিনার টাকা দিতে চাপ দিচ্ছিল। তিন-চারদিন পূর্বে মেয়ের সাথে কথা হয়েছিলো। আজ সকালে নিহতের খবর পেয়ে বিকেলে ছুটে আসি।

দৌলতকান্দি রেলস্টেশনে স্টেশন মাষ্টার শামসুল হক জানান,সকাল ৭টা ৫০মিনিটে ট্রেনটি উপজেলার ঢাকা-সিলেট রেললাইনের দৌলতকান্দি পৌঁছার আগেই সূর্যের মোর এলাকায় পৌঁছলে এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আমাকে খবর দেয়।

ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক মো আব্দুল হান্নান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সূত্র: নরসিংদী টাইমস

সংবাদটি সর্বমোট 209 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *