নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে প্রাণিজ খাদ্যপণ্য তৈরিতে অনিয়মের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুটি ফিডমিল ও একটি ভেটেরিনারি ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়া ও নরসিংদী সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মামুন সাগর।
জানা গেছে, আসন্ন পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে ,অনিরাপদ এবং ভেজাল পশুখাদ্য উৎপাদন বন্ধ এবং স্টেরয়েড মুক্ত নিরাপদ হৃষ্টপুষ্টকরণে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবপুরের চৈতন্যা এলাকার একটি ভেটেরিনারি ফার্মেসিকে ( হাইওয়ে পোল্ট্রি ফিডস এন্ড চিকস) ড্রাগ লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।
এছাড়া শিবপুরে চৈতন্যাতে অবস্থিত মোহাম্মদীয়া ফিড মিল এ পশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকা, ট্যাগবিহীন বস্তায় পশুখাদ্য বিক্রির দায়ে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪,৭,১০ ও ১৩ ধারার অপরাধে ২০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর একটি ফিড মিল (সেভেন স্টার ফিড মিল) সরেজমিনে পরিদর্শনে এর কার্যক্রম বন্ধ পাওয়া যায়। সূত্র: নরসিংদী টাইমস
সংবাদটি সর্বমোট 296 বার পড়া হয়েছে