শেষ মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারাল আবাহনী

অনলাইন ডেস্ক:

একটা সময় ছিল মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই সমর্থকেরা দুই ভাগ হয়ে যাওয়া। গ্যালারিভর্তি দর্শক আর টান টান উত্তেজনা। সেই সময়টা এখন স্মৃতি হয়ে গেছে। তবুও আবাহনী-মোহামেডান ম্যাচ নিয়ে ক্রীড়াপ্রেমীদের আলাদা একটা আগ্রহ থাকে। ক্লাব কাপ হকির ‘এ’ গ্রুপের ম্যাচে আজ শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে আবাহনী লিমিটেড।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে মোহামেডানকে চাপে রাখলেও সাফল্য পায়নি আবাহনী। ষষ্ঠ মিনিটে আবাহনীর হাসান যুবায়ের নিলয়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর দুটি পেনাল্টি কর্নার থেকেও গোল আসেনি। দ্বিতীয় কোয়ার্টারে মোহামেডান পাল্টা আক্রমণ শুরু করে। কিন্তু কোনো দলই গোলমুখে আক্রমণ জোরদার করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের ৩৭তম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় আবাহনী। সেটাও ব্যর্থ হয়।

কিন্তু প্রতিপক্ষের পায়ে লেগে বল বাইরে গেছে-এ দাবি নিয়ে মোহামেডান পেনাল্টি স্ট্রোকের আবেদন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে ৭ মিনিট খেলা বন্ধ থাকে। ম্যচটাও ম্যাড়ম্যাড়ে হয়ে ওঠে। শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে মাহবুব হোসেনের পুশ নিয়ন্ত্রণে নিয়ে জোরালো হিটে গোল করেন আবাহনীর মিমো। এই গোলটাই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছিল আবাহনী। অন্যদিকে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৮-২ গোলে হারিয়েছিল মোহামেডান। তথ্যসূত্র: কালের কণ্ঠ

সংবাদটি সর্বমোট 228 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *