সিলেটের বন্যা কবলিত এলাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ত্রাণ বিতরণ

নবকণ্ঠ ডেস্ক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের বন্যা কবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
আজ দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণের পরে মন্ত্রী বন্যা দুর্গতদের সাথে মতবিনিময় করেন।
ত্রাণ বিতরণ কালে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, যে কোনো দুর্যোগে দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছেন।
তিনি আরও বলেন, বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই আকস্মিক বন্যায় এলাকার রাস্ত-ঘাটসহ জনগণের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও বন্যার্তদের পুনর্বাসনের দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
ত্রাণ বিতরণকালে সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. জয়নাল আবেদীন, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 236 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *