নরসিংদীতে শিক্ষকের স্ত্রী হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ঘরে ঢুকে শিক্ষকের স্ত্রীকে গলাকেটে হত্যার ৫ মাস পার হলেও রহস্য উদঘাটন করতে না পারার প্রতিবাদসহ সারাদেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে এই মানববন্ধন করে শিক্ষক সমাজ।

কলেজ শিক্ষক পরিবারের ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, চলতি বছরের ২৮ জানুয়ারি নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজের পৌরনীতি ও সুশাসনের প্রভাষক মতিউর রহমানের স্ত্রী মানসুরা আক্তার ইতিকে বাসায় ঢুকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করার ৫ মাস পার হলেও হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে তদন্তকারী সংস্থার গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্র্র বিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চতকরণ এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের চলমান হয়রানী ও লাঞ্চিত করার প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধনে কলেজ শিক্ষক পরিবারের (কশিপ) এর সভাপতি আব্দুল বাতেন মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও প্রভাষকরা উপস্থিত ছিলেন। সূত্র: নরসিংদী টাইমস

সংবাদটি সর্বমোট 206 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *