কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যান সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

গত ২ জুলাই ঢাকার মানিক মিয়া এভিন্যূস্থ বিএডিসি সেচ ভবন অডিটোরিয়ামে কৃষিব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যান সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক নির্বাহী একেএম.সাজেদুর রহমান (এম ডি), আবদুস সালাম (এমডি), ফরম, হাফিজ উল ইসলাম (সাবেক এম ডি শিল্প ঋণ সংস্থা), কেএম আসাদুজ্জামান (প্রাক্তন এমডি এস আই বিএল) রায়হানা আনিসা য়ূসুফ আলী (সাবেক এম ডি, হাউজ বিল্ডিং), দিলওয়ার হোসেন ভূইয়া, (সাবেক এম ডি বিআইএফ)। এছাড়াও মোহাম্মদ হানিফ ( সাবেক জি এম ), মোঃ ইউসুফ আলী (সাবেক জি এম ,রুপালী ব্যাংক), মিসেস ফেরদৌসী বেগম (সাবেক জিএম) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগ ও অঞ্চল হতে আগত বিভিন্ন স্তরের প্রায় ৩শত অবসরপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক অনুষ্ঠানে যোগদান করেন।
দুই পর্বে বিভক্ত অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন পূর্ববর্তী কমিটির কার্যকরি সভাপতি  মোঃ শফিকুল মাওলা ( অবঃ জি এম )। সভাপতির স্বাগত ভাষণের পর অতিথিগণ তাঁদের বক্তব্যে অবসরে গমনকারীদের যাবতীয় কার্যক্রমে সহযোগিতা ও সেবা প্রদানের লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী ও এর কার্যক্রম জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন ।
দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার গোকূল চন্দ্র রায় ( অবঃ জি এম ) নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান । শপথ অনুষ্ঠানের পর সাধারন সম্পাদক সর্বজনাব রেজাউল হক কার্যকরি সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফসিয়ার রহমান অবসরপ্রাপ্তদের কল্যানে সমিতিকে গঠনতন্ত্রের বিধান মোতাবেক আরো গতিশীলভাবে পরিচালিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও অঞ্চলের প্রতিনিধিগন বক্তব্য প্রদান করেন। তারা তাদের বক্তব্যে কমিটির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং অবঃ কর্মকর্তাদের সার্বিক কল্যাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান ঘোষনার ও পরিচালনার দায়িত্বে ছিলেন পরেশ চন্দ্র সরকার ( অবঃ ডিজিএম ) ও ওয়াহিদ মুরাদ ( প্রকাশনা ও প্রচার সম্পাদক)।

সংবাদটি সর্বমোট 530 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *