নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে বর্ষণ দাস (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বর্ষণ মনোহরদী হিন্দু পাড়ার বলাই চন্দ্র দাসের ছেলে। সে এ বছর ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ঈদে স্কুল বন্ধ থাকায় কয়েকদিন আগে বাড়িতে আসে বর্ষণ। তার বাবা প্রতিদিন ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখাতে নিয়ে যেত। আজ দুপুর ১টার দিকে সাঁতার কাটা শেষে তার বাবা বাড়িতে গেলেও সে তার বন্ধুদের সঙ্গে থেকে যায়। পরে কয়েকজন বন্ধুর সঙ্গে শ্মশানঘাট সংলগ্ন স্থানে আবারো পানিতে নামে সে। সাঁতার কাটার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুদের চিৎকারে লোকজন ছুটে এসে তাকে খুঁজতে শুরু করে। স্থানীয়রা প্রায় আড়াই ঘণ্টা পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 235 বার পড়া হয়েছে