শনাক্ত হাজারের নিচে, মৃত্যু কমে ৩

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন ঢাকায় এবং অন্যজন বরিশালে মারা গেছে। মৃতদের একজন পুরুষ, দুজন নারী। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৯৮ জনে।

শনিবার (৯ জুলাই) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গতকাল শুক্রবার সাতজনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তরটি।

আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জনে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে দেশে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়। সূত্র: কালের কণ্ঠ

সংবাদটি সর্বমোট 226 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *