বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিনধুরু গ্রামের রমিজউদ্দীন ভূঁইয়া ও আঙ্গুর ভূঁইয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।
চোরচক্র রাতের কোন একসময় ঘরের দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরে ঢুকে রমিজ উদ্দীন ভূঁইয়ার ঘর থেকে ৪ ভরি সোনা, একটি ল্যাপটপ, একটি এলইডি টিভি, প্রায় ২০ হাজার টাকার কাপড় ও নগদ ৯৫ হাজার টাকা নিয়ে যায়।
একই সময় প্রতিবেশি আঙ্গর ভূঁইয়ার ঘরের দরজা ভেঙ্গে স্বর্নের আংটি, মোবাইল, মাছ ধরার হুইল ছিপ বড়শি ও নগদ টাকা নিয়ে যায়।
রমিজউদ্দীন ভূঁইয়া জানান, তার ছেলে তরিকুল ভূঁইয়া এই ঘরে থাকে। বর্তমানে সে চাকুরির সুবাধে নরসিংদীতে বসবাস করে। এ কারণে ঘরটি সবসময় তালাবদ্ধ করে রাখা হয়। সকালে উঠে দেখেন ঘরের দরজা হালকা খোলা। পরে ঘরে গিয়ে দেখেন সব চুরি হয়ে গেছে।
আঙ্গুর ভূঁইয়ার ছেলে আলামিন বলেন, আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার এ ঘরের টিনের দরজা আশিংক ভাঙ্গা। চুরির সময় আমি টের পাইনি। সূত্র: নরসিংদী টাইমস
সংবাদটি সর্বমোট 451 বার পড়া হয়েছে