একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২১১ জন

নবকণ্ঠ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৬৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৯৬৭ জন।

আজ রবিবার (১০ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২০ হাজার ১২৯ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৮৬ জন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৭৯৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৭২ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৬ জন। তথ্যসূত্র: ইত্তেফাক

সংবাদটি সর্বমোট 166 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *