দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২১৭ জন আক্রান্ত হয়েছেন

নবকণ্ঠ ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৩ হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৫৬ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৩৬ শতাংশ।

শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৬ শতাংশ। আজ তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬২ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে দুইজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ২৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৩ জন। শনাক্তের হার ৪ দশমিক ৬৭ শতাংশ। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 130 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *