নবকণ্ঠ ডেস্ক:
আজ সোমবার নরসিংদী জেলার সার, বীজ, সেচ ও বিদ্যুৎ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
কোন জমি অনাবাদী না রাখা সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন প্রতিপালনে সার ও বীজের সরবরাহ ও মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এর প্রতি গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রয়োজনীয়তা অনুসারে তাৎক্ষণিকভাবে সেচ সংযোগ প্রদান এবং সরকার প্রদত্ত নির্দেশনা অনুসারে বিদ্যুৎ সাশ্রয়ে সচেষ্ট থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
সংবাদটি সর্বমোট 154 বার পড়া হয়েছে