গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু; ২৬৯ জন হাসপাতালে ভর্তি 

নবকণ্ঠ ডেস্ক:
আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৫৮ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৯ জন। এর মধ্যে ঢাকায় ১৩৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৩৫ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭১৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি ৫০৮ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৯ হাজার ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৫২৪ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৬২৭ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৫৭ হাজার ৭১১ জন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৬৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২১ হাজার ৬৪ জন সুস্থ হয়েছে। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 168 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *