২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৮৪ জন

নবকণ্ঠ ডেস্ক:

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন ভর্তি রোগী ১৮৪ জন।
আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ১০০ জন এবং ঢাকার বাইরে ৮৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯১৬ জন এবং ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৯৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৪২২ জন।
১ জানুয়ারী থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগী ৬০ হাজার ৯২৬ জন এবং ঢাকায় মোট ভর্তি রোগী ৩৮ হাজার ৪৩১ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ২২ হাজার ৪৯৫ জন।
এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৫৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৭৭২ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৯৭১ জন। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 129 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *