নবকণ্ঠ ডেস্ক:
মঙ্গলবার সকালে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ব্যতিক্রম এ আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামসুল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
আগে হাত ধোয়ার বিভিন্ন পদ্ধতি প্রদর্শন, পরে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে হাত ধোয়ার বিভিন্ন পদ্ধতি প্রদর্শন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য দেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার।
সংবাদটি সর্বমোট 201 বার পড়া হয়েছে