নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় ঘরে থাকা বড় ভাইয়ের বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রায়পুরার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার সার্কেল এএসপি সত্যজিত কুমার ঘোষ ঘটনাটি নিশ্চিত করেন।
নিহত মো. নুরুল ইসলাম (৪০) রায়পুরার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামের আলীপুর এলাকার মৃত মো. তাল মিয়ার ছেলে। নুরুল ইসলাম পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।
নুরুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের বড় ভাই আহমদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করার সময় ওই সিলিন্ডারের সামনে যান। এ সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়। আহমদ আলী জানান, ওই বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারটি ঘরের এককোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য তাতে ক্যামিকেলও দেওয়া ছিল। হঠাৎ বিস্ফোরিত হলে ওই দুর্ঘটনা ঘটে।
সংবাদটি সর্বমোট 138 বার পড়া হয়েছে