কাল বিশিষ্ট সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী

নবকণ্ঠ ডেস্ক:

আগামীকাল ২৫ ডিসেম্বর একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। গতবছরের এই দিনে তিনি করোনা আক্রান্ত ৭৭ বছর বয়সে পরলোকগমন করেন।
মরহুম রিয়াজউদ্দিন আহমেদ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক এবং নিউজটুডে ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন।
তিনি চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং দুইবার অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রিয়াজউদ্দিন সাউথ-এশিয়া ফ্রি মিডিয়া এসোসিয়েশনের (সাফমা) চেয়ারপার্সন এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন।
সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন।
সাংবাদিকতা এবং জাতীয় জীবনে অসামান্য অবদানের জন্য ১৯৯৩ সালে তিনি একুশে পদক লাভ করেন। রিয়াজউদ্দিন আহমেদ ১৯৪৫ সালের ৩০শে নভেম্বর নরসিংদীর মনোহরদিতে জন্মগ্রহণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার সন্তান অর্থনীতিবিদ ড. মাসরুর রিয়াজ তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সূত্র: বাসস

সংবাদটি সর্বমোট 347 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *