পলাশে দুই মেয়ে ও এক ছেলেসহ তিন যমজ সন্তানের জন্ম

আল আমিন মিয়া, পলাশ থেকে:
নরসিংদীর পলাশে একসঙ্গে দুই মেয়ে ও এক ছেলেসহ ৩ সন্তানের জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক গৃহবধূ। বুধবার রাত ১০ টায় পলাশ উপজেলা সদরের তারা মিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে সিজার অপারেশনে হয় ওই নারীর। ওই হাসপাতালটির প্রধান কর্মকর্তা মোঃ আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এক সাথে তিন সন্তানের জন্ম দেওয়া সুমী আক্তার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার চাকুরীজীবি আবু তালেবের স্ত্রী।

সুমি আক্তারের ফুফু মানছুরা বেগম জানান, ওই দম্পত্তির ১২ বছর ও ১০ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। এইবার একসঙ্গে আরও ৩টি সন্তানের জন্ম হয়েছে। এরমধ্যে ২ মেয়ে ও ১টি ছেলে।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত ১০টায় প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ খাদিজা বেগমের তত্বাবধানে তিনটি যমজ নবজাতকের সফল সিজার সম্পন্ন হয়েছে। যমজ নবজাতকদের মধ্যে ২টি মেয়ে ও ১টি ছেলে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।

সংবাদটি সর্বমোট 143 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *