নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২/২৩ এর আওতায় সোমবার রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে “ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফারজিন আক্তার মুমু, জেলা ক্রীড়া অফিসার, নরসিংদী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজগর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুরা, নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সোহাগ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, রায়পুরা, নরসিংদী এবং মো: হাবিবুল্লাহ, চেয়ারম্যান, উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ, রায়পুরা, নরসিংদী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার লোকজন এবং সমাজকর্মীবৃন্দ। জেলা ক্রীড়া অফিস নরসিংদীর আয়োজনে এবং পিডিএস সংস্থার সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বালক ক, খ এবং বালিকা ক, খ গ্রুপে ভাগ করে পৃথক ৬ টি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কার প্রদান করা হয় এবং অবশিষ্ট সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
সংবাদটি সর্বমোট 119 বার পড়া হয়েছে