দৈনিক নরসিংদীর নবকণ্ঠ এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী থেকে প্রকাশিত সংবাদপত্র দৈনিক নরসিংদীর নবকণ্ঠ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পালন করা হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে ২য় বর্ষপূর্তি পালন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক, নরসিংদী ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক ইউসুফ আলী, সাপ্তাহিক আজকের চেতনার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী জেলা শ্রমিকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, রাষ্ট্রায়াত্ব ব্যাংক অফিসার এসোসিয়েশন নরসিংদীর ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ মিয়া, দৈনিক নরসিংদীর নবকণ্ঠের উপদেষ্টা নাদিম মাহমুদ, উপদেষ্টা নূরুদ্দীন দরজী, নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদল কুমার সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থল বন্দর কতৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসনাত মাহমুদ, হাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, নরসিংদী জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ূন কবির কামাল, জাসসের জেলা সভাপতি সারোয়ার হোসেন জন্টু নরসিংদী জেলা ঔষধ ব্যবসায়ীদের পক্ষে উপস্থিত আছেন সোহেল মোল্ল ও সিদ্দিকুর রহমান রিপন, নরসিংদী জেলা টেক্সটাইল শ্রমিকলীগের সভাপতি মুন্না মিয়া, খড়িয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, কৃষি ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, নরসিংদী ব্লাড ডোনার ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিন সরকার, নরসিংদী ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মো. নাজমুল হাসান, প্রাণতোষ আর্ট স্কুলের পরিচালক প্রাণতোষ দত্ত প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নরসিংদীর নবকণ্ঠের প্রকাশক ও সম্পাদক কামাল হোসেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক নরসিংদীর নবকণ্ঠ এর প্রধান সম্পাদক শান্ত বণিক।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ১৬ পৃষ্ঠার পত্রিকা নরসিংদীতে প্রথম প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে দৈনিক নরসিংদীর নবকণ্ঠ। দুটি বছর নরসিংদীবাসীর অকুন্ঠ ভালোবাসা পেয়েছে দৈনিক নরসিংদীর নবকণ্ঠ।

সংবাদটি সর্বমোট 239 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *