অরবিন্দ রায়:
নরসিংদীর শতবর্ষের পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে ৭০ তম আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। সকালে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিএাংন্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়।
পাঁচদোনা মুক্তিযোদ্ধা সংগঠন, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ, নূর ই সিরাজ মডেল স্কুল, এ আজিজ আইডিয়াল স্কুল, গুরুকুল কেজি স্কুল সহ স্হানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর,মো. জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাসুদ আলম, প্রদীপ কুমার সাহা, শিক্ষক প্রতিনিধি মরিয়ম বেগম, শিক্ষক প্রতিনিধি নাজমুল শাহীন, শিক্ষক প্রতিনিধি, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন সিনিয়র শিক্ষক শারমিন তানিন বীনা, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
সংবাদটি সর্বমোট 376 বার পড়া হয়েছে