নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীর নুরালাপুর ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ নরসিংদী সদর কনফারেন্স হল-এ নুরালাপুর ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ প্রদানসহ নির্বাচনে সহিংসতামূলক কাজে লিপ্ত না হওয়ার জন্য আহবান জানান।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী মোর্শেদ। মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যগণ অংশগ্রহণ করেন।
-শান্ত বণিক
সংবাদটি সর্বমোট 266 বার পড়া হয়েছে