পলাশে ২৫০ কৃষক-কৃষাণী পেল বিনামূল্যে ধানবীজ ও সার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পলাশ শাখার বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে উফসী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক-কৃষাণীর মাঝে এ ধানবীজ ও সার বিতরণ করেন।

উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার। প্রধান অতিথি কৃষক-কৃষাণীর হাতে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার তুলে দেন।

সংবাদটি সর্বমোট 164 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *